পে-স্কেল ঘিরে এবার সামনে এলো নতুন তথ্য

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে পে-স্কেল সংশ্লিষ্ট সুপারিশ দ্রুত চূড়ান্ত ও গেজেট প্রকাশের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে বাদিউল কবির বলেন, আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা এবং ১৫ ডিসেম্বরের আগেই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের বিষয়ে কমিশনের সঙ্গে স্পষ্ট অগ্রগতি হয়েছে। পাশাপাশি নতুন বেতন কাঠামোতে গ্রেড পুনর্বিন্যাস নিয়েও কথা হয়েছে।
বিজ্ঞাপন
কমিশন চেয়ারম্যানের বরাত দিয়ে বাদিউল কবির জানান, কর্মচারীদের দাবিগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
গত ২৭ জুলাই গঠিত জাতীয় বেতন কমিশন নতুন বেতন কাঠামোর জন্য নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনসহ চার স্তরের মানুষের মতামত সংগ্রহ করে। ১ থেকে ১৫ অক্টোবর অনলাইন প্রশ্নমালার মাধ্যমে এসব মতামত নেয়া হয়। এরপর ২৪ নভেম্বর সচিবদের সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন পর্যায়ের মতামত উপস্থাপন করা হয়।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি জানান, পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে এবং তাদের তিনটি প্রতিবেদন পর্যালোচনার পর চূড়ান্ত সুপারিশ তৈরি হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নতুন পে-স্কেল প্রণয়নে বাজেটসহ সামাজিক খাতের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।
এদিকে কর্মচারী নেতারা পে কমিশনকে ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ জমা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে।







