Logo

একযোগে ২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৭:২৩
25Shares
একযোগে ২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একসঙ্গে ২৭৪ জন বিচারকের বদলির প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত বদলি ও পদোন্নতি সংক্রান্ত এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট ৮২৬ কর্মকর্তাকে পদোন্নতি ও নতুন পদায়ন দেওয়া হয়েছে। এর মধ্যে- অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৫০ জন, যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতি পেয়েছেন ২৯৪ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে উন্নীত হয়েছেন ২৮২ জন।

বিজ্ঞাপন

বদলিকৃত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে— আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ ছাড়া যারা বর্তমানে প্রশিক্ষণে, মাতৃত্বকালীন ছুটিতে বা বিদেশ ছুটিতে আছেন, তারা নিজ নিজ প্রশিক্ষণ ও ছুটি শেষে পূর্বের কর্মস্থলে দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD