Logo

শেখ হাসিনাকে ফেরানোর চিঠির জবাব এখনও দেয়নি ভারত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৫:৫৭
21Shares
শেখ হাসিনাকে ফেরানোর চিঠির জবাব এখনও দেয়নি ভারত
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে সেই চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে তা আমরা জানি না। তাছাড়া, এত দ্রুত উত্তর আশা করাও ঠিক নয়।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য, রায়ের আগে ঢাকা ইতোমধ্যেই ভারতের কাছে একাধিক চিঠি পাঠিয়েছিল। কিন্তু কোনো জবাব মেলেনি। এবার রায়ের পর পুনরায় চিঠি পাঠানো হয়েছে, কিন্তু তাতে এখনও কোনো সাড়া মেলেনি।

নির্বাচন প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনও চাপ নেই। এছাড়া, ভারত যদি পর্যবেক্ষক পাঠাতে চায়, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার বিষয়টি ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না।

বিজ্ঞাপন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যে স্পষ্ট হয়েছে, মানবতাবিরোধী মামলার রায়ের পরও ভারতের থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের নজরে রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD