ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদেরকে একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশে যাত্রা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনের পূর্ব পর্যন্ত অপরিহার্য কারণে ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না।
বিজ্ঞাপন
অপরিহার্য কারণের মধ্যে বিবেচিত হয়েছে চিকিৎসা, তীর্থযাত্রা বা জরুরি দাপ্তরিক প্রয়োজন। এসব ক্ষেত্র ব্যতীত কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী বিদেশে যাত্রা করতে পারবেন না।
পরিপত্রে বলা হয়েছে, ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসের শেষে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা ছিল ৬১টি। এই নতুন নির্দেশনার ফলে এসব ব্যাংকের এমডি, সিইও সহ সব কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনের আগে অব্যাহতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে নির্বাচনী পরিস্থিতি বা অন্যান্য প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবার নির্দেশনাটি সরাসরি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জারি করা হলো।








