সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, অপরিচিতদের পাস না দিতে চিঠি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয়ে অপরিচিত দর্শনার্থীদের প্রবেশ সীমিত করতে সম্প্রতি সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে একটি চিঠি প্রেরণ করেছে।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়ার সময় পরিচিতি নিশ্চিত না হওয়া ব্যক্তিদের পাস প্রদান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে জানানো হয়েছে, সচিবালয়ের একান্ত সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবরা দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, কিছু দর্শনার্থী ওটিপি গ্রহণ করে প্রবেশ করে সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এতে কর্মপরিবেশে বিঘ্ন ঘটছে এবং কর্মকর্তাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ কারণে ওটিপি প্রদানে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
চিঠিতে আরও বলা হয়েছে, অপরিচিত, স্বল্পপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের ওটিপি প্রদান করা থেকে বিরত থাকা এবং যথাযথ যাচাইয়ের পরই পাস দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সচিবালয়ের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার রাখতে সচেষ্ট থাকার অনুরোধ করা হয়েছে।
উল্লেখযোগ্য, সচিবালয়ে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার সকল দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকে। এই দুই দিনে শুধুমাত্র অনুমোদিত কার্ডধারীরাই সচিবালয়ে প্রবেশ করতে পারেন। এতে সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে এবং অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হচ্ছে।








