কড়াইল বস্তিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ নভেম্বর) মধ্যরাতে এক প্রেস বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রাণ কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন।
রাজধানীর কড়াইল বস্তিতে মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। বহু পরিবার এখন খোলা আকাশের নিচে নিরাশ্রয় অবস্থায় দিন কাটাচ্ছে।
বিজ্ঞাপন
প্রাথমিক ত্রাণ কার্যক্রম শুরু হলেও প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।








