Logo

৬৪ জেলার নতুন পুলিশ সুপার লটারিতে পদায়ন, প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৩:৩৮
24Shares
৬৪ জেলার নতুন পুলিশ সুপার লটারিতে পদায়ন, প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত

সরকার দেশের ৬৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে। নির্বাচনী প্রক্রিয়ায় তাদের দায়িত্ব পালন করতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত।

এসপির লটারির মাধ্যমে নির্বাচনী দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া পূর্বে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনায় সম্পন্ন হয়। এই লটারি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই ঘণ্টা চলা বৈঠকের ধারাবাহিক পদক্ষেপ। বৈঠকে নির্বাচনী সময় পুলিশের নিয়োগ ও বদলির নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে। এ পদায়নের মাধ্যমে নির্বাচনী সময় প্রতিটি জেলায় পুলিশের স্বচ্ছ, নিরপেক্ষ ও দায়িত্বশীল কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লটারি প্রক্রিয়ার মাধ্যমে পদায়ন করা নতুন এসপিরা সরাসরি নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD