Logo

আবারও যমুনামুখী মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৩:২৭
18Shares
আবারও যমুনামুখী মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হতে আর মাত্র এক দিন বাকি। তবুও পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন থামাতে রাজি নন পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে নতুন করে যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শহীদ মিনার এলাকা থেকে এই মিছিল শুরু হবে বলে জানানো হয়েছে।

আন্দোলনকারী পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদের দাবি যৌক্তিক হলেও তা না মেনে বরং পুলিশ তাদের ওপর অতিরিক্ত চাপ ও নিপীড়ন চালিয়েছে। তারা জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না।

বিজ্ঞাপন

এদিকে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানাতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সভাস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে কোন দল বা সংগঠনের নেতারা যোগ দেবেন—তা এখনও পরিষ্কার নয়।

এক মাসেরও বেশি সময় ধরে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে প্রার্থীদের এই আন্দোলন চলছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) যমুনা অভিমুখী পদযাত্রা শাহবাগে বাধা দেয় পুলিশ। এ সময় দুই দফা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। শুধু রাজধানী নয়—দেশের বিভিন্ন জেলায়ও প্রিলিমিনারি উত্তীর্ণ অনেক প্রার্থী বিক্ষোভ করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। কারিগরি ও পেশাগত ক্যাডারের সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD