বাংলাদেশে যেন জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হয় আশা জার্মানির

বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সর্বোপরি অংশগ্রহণমূলক হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে জার্মানি। দেশের রাজনৈতিক পরিবেশ নির্বাচনের আগে শান্তিপূর্ণ থাকবে বলেও আশাবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আমরা আশা করছি আগামীর নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে। একই সঙ্গে ভোটারদের উপস্থিতিও হবে উল্লেখযোগ্য। প্রধান উপদেষ্টা ৬০ শতাংশ ভোট পড়ার কথা বলেছেন—আমরাও তা প্রত্যাশা করি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নির্বাচনী প্রচার চলাকালে রাজনৈতিক সহিংসতা ন্যূনতম পর্যায়ে থাকবে—জার্মানির এমনই প্রত্যাশা।
ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনও।








