Logo

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১১:৪৪
7Shares
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি
ছবি: সংগৃহীত

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে মাঠে নামছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) পিলখানায় বিজিবির ৫ ব্যাটালিয়নের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মক এক্সারসাইজ পরিদর্শন শেষে তিনি বলেন, “এখানে অত্যন্ত বাস্তবসম্মত একটি মহড়া দেখলাম। নির্বাচনী পরিবেশে সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

সিইসি জানান, নির্বাচন প্রতি ৪-৫ বছর পরপর হওয়ায় বাহিনীগুলোকে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। বিজিবি, পুলিশ, আনসার–বিডিবি—সব বাহিনীই দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এসব প্রশিক্ষণ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “পরিস্থিতি পারফেক্ট না হলেও ৫ আগস্ট ২০২৪-এর তুলনায় অনেক ভালো। ভোটের তারিখ ঘনালে পরিস্থিতি আরও উন্নত হবে।”

আগামী ৩০ তারিখ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ডেপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

নির্বাচন প্রতিহত করার ঘোষণার বিষয়ে সিইসি বলেন, যেসব পক্ষ এমন ঘোষণা দিয়েছে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক, ভোটার ও সাধারণ জনগণকে মিলেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে হবে।

বিজ্ঞাপন

ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্তে তিন ভাগে—রেড, ইয়েলো ও গ্রিন জোনে—কেন্দ্র ভাগ করে বাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

এদিকে বিজিবি জানিয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ১২১০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ১১৫ উপজেলার মধ্যে ৬০টিতে এককভাবে দায়িত্বে থাকবে বিজিবি।

বিজ্ঞাপন

মক এক্সারসাইজে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD