৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৪ ডিসেম্বর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি একই সময়ে জমা দিতে হবে।
৫০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে ৬৫০ জনের নিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া নন-ক্যাডার পদে ৩৯৫ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
কমিশন জানিয়েছে, আগ্রহী প্রার্থীদের পাশাপাশি অ্যাপিয়ার্ড প্রার্থীরাও এই বিসিএস পরীক্ষায় আবেদন করতে পারবেন। পরীক্ষার বিস্তারিত নিয়মনীতিসহ অন্যান্য তথ্য পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: একযোগে ২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি
৫০তম বিসিএস পরীক্ষা দেশের বিভিন্ন ক্যাডার ও প্রশাসনিক পদের জন্য নতুন যোগ্য প্রার্থী নির্বাচন করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে চিহ্নিত হচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।







