Logo

চলছে ব্যাপক রদবদলের ঝড়, এবার ১৬৬ উপজেলায় নতুন ইউএনও

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ২০:০১
16Shares
চলছে ব্যাপক রদবদলের ঝড়, এবার ১৬৬ উপজেলায় নতুন ইউএনও
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ব্যাপক রদবদল করেছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম ধাপে ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব কর্মকর্তার নিয়োগ কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত ইউএনওদের তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর সেকশন-১৪৪’ অনুযায়ী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করা হয়, তাহলে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

যারা ইতিমধ্যেই বদলি করা হয়েছে, তাদের অবশ্যই নতুন দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। এই পদক্ষেপটি নির্বাচনের সময় প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রশাসনে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করবে।

বিজ্ঞাপন

আট বিভাগের ১৬৬ উপজেলায় রদবদলের তালিকা দেখুন নিচে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD