পুলিশে বড় রদবদল, দুই ধাপে ১৩৬ পরিদর্শক বদলি

পুলিশ সদর দপ্তর দুই ধাপে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে (ইনস্পেক্টর) বদলি করেছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখার অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়।
প্রজ্ঞাপনের প্রথম ধাপে ৭৩ জন এবং দ্বিতীয় ধাপে ৬৩ জন পুলিশ পরিদর্শককে বিভিন্ন জেলার বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটনে বদলি করা হয়েছে। বদলির মধ্যে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম রেঞ্জ এবং মেট্রোপলিটন এলাকায় কর্মরত কর্মকর্তারা।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী শনিবার (২৯ নভেম্বর) পর্যন্ত নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এছাড়া পূর্বে যাদের বদলি আদেশ জারি হয়েছিল, তাদের তা বাতিল বলে গণ্য হবে।








