Logo

হঠাৎ সাত দেশে প্রবাসী ভোট নিবন্ধন স্থগিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৩:১৬
20Shares
হঠাৎ সাত দেশে প্রবাসী ভোট নিবন্ধন স্থগিত
ছবি: সংগৃহীত

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য প্রবাসীদের নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে। ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে তাদের সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় মধ্যপ্রাচ্যসহ সাতটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেমের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমাদ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন জানায়, এই দেশগুলো হচ্ছে— বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ভোটারদের প্রদত্ত ঠিকানায় ত্রুটি থাকায় আপাতত এই সাতটি দেশে নিবন্ধন স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ইসি স্পষ্ট জানিয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া কোনো ভোটারের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অনেক প্রবাসী ভোটার নিবন্ধনের সময় ডাক ঠিকানা বা বসবাসের ঠিকানা সম্পূর্ণভাবে বা সঠিকভাবে পূরণ করেননি। এর ফলে কমিশন পোস্টাল ব্যালট প্রেরণের ক্ষেত্রে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন স্থগিত হওয়া দেশগুলোর প্রবাসী ভোটারদের দ্রুত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। ঠিকানা সংক্রান্ত জটিলতা নিরসন হলেই এই দেশগুলোতে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

হঠাৎ সাত দেশে প্রবাসী ভোট নিবন্ধন স্থগিত