Logo

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা জানালেন ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৩:৩৭
20Shares
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা জানালেন ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বজায় রাখবে। এর অর্থ, ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের সময়ও ইসির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রযোজ্য থাকবে। তবে নির্বাচনের দিন সেনাবাহিনী ভোটকেন্দ্রে উপস্থিত থাকবে কি না, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ইসির বৈঠকের পর সচিব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজনীতিবিদদের কাছে কমিশন ইতিবাচক আহ্বান জানিয়েছে যে, আইনশৃঙ্খলাবাহিনী কোনো প্রকার রাজনৈতিক বা ব্যক্তিগত আতিথেয়তা গ্রহণ করবেন না।

বিজ্ঞাপন

বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এতে অন্তর্ভুক্ত ছিল—অবৈধ অস্ত্র ব্যবহারের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বৈধ অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা, নির্বাচনী প্রচারসামগ্রী যেমন পোস্টার, ব্যানার, গেট, তোরণ ইত্যাদি অপসারণ, নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কর্মপরিকল্পনা প্রণয়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কার্যক্রমে সমন্বয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুসহ সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ।

ইসি সচিব জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে আসন্ন নির্বাচনে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD