Logo

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৬:০০
89Shares
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিকেল ৩.৬ মাত্রার ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এই কম্পন ধরা পড়ে।

বিজ্ঞাপন

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম হওয়ায় তা সরাসরি প্রাণহানি ঘটায়নি।

বিজ্ঞাপন

দেশে এই কম্পনের খবরের পর কিছু আতঙ্ক ছড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভূমিকম্পের নির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা পূর্বাভাস দেওয়া বর্তমানে বিজ্ঞানসম্মতভাবে সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল ব্রুনো বলেন, বর্তমানে এমন কোনো প্রযুক্তি বা বিজ্ঞান নেই, যা নির্দিষ্ট সময় ও স্থানে ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দিতে সক্ষম। ইতিহাসে কেউ এখন পর্যন্ত এটি সফলভাবে করতে পারেননি।

বিজ্ঞাপন

প্রফেসর ব্রুনো আরও বলেন, সকল বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হলেও, ভূমিকম্পের আগমন ও সময় নির্ধারণ এখনও অসম্ভব।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূপদার্থবিদ্যার গবেষক প্রফেসর এগিল হোকসনও জানিয়েছেন, ভূমিকম্প কখন হবে তা নির্দিষ্টভাবে বলা এখন পর্যন্ত সম্ভব হয়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প