একাধিক উপদেষ্টা নির্বাচনে অংশ নেবেন: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব বলে আগেই ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন—এমন আরও অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জেনেছি।’
বিজ্ঞাপন
নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার আগে তিনি পদত্যাগ করবেন। তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের আগে পদত্যাগ করব এবং এরপরই নির্বাচনে নামবো। বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচনী কার্যক্রম—এসব বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে।’
কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘এ মুহূর্তে রাজনৈতিক বিষয়ে মন্তব্য করাই ভালো মনে করছি না।’
বিজ্ঞাপন
আপনার যদি আরও সংক্ষিপ্ত ভার্সন, টাইটেল বিকল্প বা লিড পরিবর্তন প্রয়োজন হয় জানাতে পারেন।








