Logo

বাউলদের ওপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে: প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৯:৫৭
22Shares
বাউলদের ওপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে: প্রেস সচিব
প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর সংঘটিত হামলার ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। মানিকগঞ্জে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং অন্যান্য অঞ্চলেও পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দ্রুত এই অভিযানের ফলাফল জানা যাবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য প্রদান করেন।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের সময়ও একাধিক হামলার ঘটনা ঘটেছে।

প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলাপ হয়নি। তবে যতদূর জানি, যারা বাউলদের আক্রমণ করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যেখানে যেখানে হামলা হয়েছে, সেসব এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই এর ফলাফল জানা যাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD