Logo

৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৯:৩৮
26Shares
৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫৪৫ জন
ছবি: সংগৃহীত

৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে মোট ৫৪৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা অনুযায়ী ৪৫তম বিসিএস পরীক্ষার আওতাধীন নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ৫৬৫ শূন্য পদের বিপরীতে ৫৪৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ আগস্ট ২০২৫ তারিখের পত্র অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধীন ১২তম গ্রেডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের ৪৫৭টি শূন্য পদ ৪৫তম বিসিএস নন-ক্যাডার থেকে প্রত্যাহার করা হয়। ফলে এসব পদে সুপারিশ আর কার্যকর হয়নি।

প্রার্থীদের জমাকৃত সনদ, কাগজপত্র ও তথ্য যাচাই করে এই সুপারিশ দেওয়া হয়েছে। তবে নিয়োগের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রার্থীর সকল সনদ, তথ্য ও ডকুমেন্ট সত্যতা যাচাই করে নিশ্চিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়— আবেদনপত্রে ইচ্ছাকৃত ভুল তথ্য, জাল সনদ বা তথ্য গোপন করলে মনোনয়ন বাতিল হবে; প্রতারণা বা গুরুতর অপরাধ প্রমাণিত হলে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং চাকরিতে যোগদানের পরও এসব জালিয়াতি প্রমাণ হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

বিজ্ঞাপন

মনোনীতদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যথাযথ সংস্থার মাধ্যমে প্রাক-নিয়োগ ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। প্রয়োজনে উচ্চতা, ওজন, বুকের মাপসহ শারীরিক তথ্যও যাচাই করা হবে।

পিএসসি জানায়, প্রকাশিত ফলাফলে কোনো ভুল-ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে। মনোনয়ন পাওয়ার পর নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী অবশিষ্ট সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

বিজ্ঞাপন

৪৫তম বিসিএস নন-ক্যাডারের ফল পাওয়া যাবে— www.bpsc.gov.bd এবং bpsc.teletalk.com.bd

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD