খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে মীর স্নিগ্ধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি কিছুক্ষণ অবস্থান করে খালেদা জিয়ার চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।
মীর স্নিগ্ধ বলেন, “বাংলাদেশ এখন গভীর সংকটপূর্ণ সময় পার করছে। এই অবস্থায় আমরা সবাই চাই—বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন এবং দেশকে নেতৃত্ব দিন।”
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি জানান, “আমার কাছে যে তথ্য আছে, আপনার কাছে থাকা তথ্যের সঙ্গে তা মিলে।”
বিজ্ঞাপন
এর আগে, ২৩ নভেম্বর রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ার আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগছে। সিসিইউতে নেওয়ার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এছাড়াও লন্ডনের ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরা ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
এদিকে, তার আশু সুস্থতার জন্য বিএনপি শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজন করেছে।








