Logo

আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশীয় চিনি: শিল্প উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
৬ ডিসেম্বর, ২০২৫, ১২:১৩
14Shares
আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশীয় চিনি: শিল্প উপদেষ্টা
ছবি: সংগৃহীত

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের চিনিকলে জমে থাকা চিনি আগে বিক্রি করার জন্য বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। টিসিবির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই দেশীয় চিনির সরবরাহ শুরু হয়েছে এবং এটি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিল্প উপদেষ্টা বলেন, চিনিকল থেকে লাভ দ্রুত আসে না। ব্রিটিশ আমলের নির্মিত এসব চিনিকল এখনো দেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের উৎপাদনক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিতে হবে। ইতিমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি আশা করা যাচ্ছে।

আদিলুর রহমান খান বলেন, চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী কার্যক্রমও শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি স্থানীয় উদ্যোক্তাদের প্রতি আগ্রহ প্রকাশ করে বলেন, তারা যেন সহযোগী হিসেবে এগিয়ে আসে, সেই বিষয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন, নাটোর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD