Logo

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪২
21Shares
চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: সিইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় এক ঘণ্টা ধরে সিইসি ও প্রধান বিচারপতির মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকেই তফসিল ঘোষণার সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানা যায়।

বৈঠকে অংশ নিতে সিইসি নির্বাচন কমিশন কার্যালয় থেকে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করা নির্বাচন কমিশনের দীর্ঘদিনের প্রচলিত রেওয়াজ।

বিজ্ঞাপন

এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ৭ ডিসেম্বর জানান, ১৫ ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। ফলে চলতি সপ্তাহে ঘোষণার ইঙ্গিত সিইসির বক্তব্যের সঙ্গে মিল পেয়েছে।

নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তফসিল ঘোষণার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা। তফসিল প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD