সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত

‘দুর্নীতি’র বিরুদ্ধে তারুণ্যে’র একতা, গড়বে আগামী’র শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর পালনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।
বিজ্ঞাপন
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এছাড়াও বেগম রোকেয়া দিবস আজ।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
বিজ্ঞাপন
এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সততা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হক। জেলা প্রশাসক ইসরাত ফারজানা ও পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ প্রশাসন, দুদক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত ও দুর্নীতিপ্রতিরোধী কমিটির সভাপতি শফিকুল ইসলাম অংশগ্রহণ করেন।
পরে উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: বালিয়াকান্দিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।
বিজ্ঞাপন
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন অদম্য নারীকে ফুল, সনদ, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন।
আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
ফুলছড়ি (গাইবান্ধার) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে একযোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ ডিসেম্বর) র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা হলরুমে আলোচনা সভা ও শপথ পাঠের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন দুপ্রক সভাপতি এম এ হাকাম হিরা। প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজওয়ানা আফরিন হিমি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান। অন্যান্য বক্তারা এনজিও, প্রেসক্লাব ও সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, সকলের সহযোগিতা থাকলে নালিতাবাড়ীকে দূর্নীতি মুক্ত করতে সক্ষম হবেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুকুল হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তনিমা জামান তন্বী। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
সভায় দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা, তারুণ্যের ভূমিকা ও জবাবদিহিমূলক প্রশাসনের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ছাত্র-ছাত্রীরা ও স্থানীয় জনগণ অংশ নেন।
বিজ্ঞাপন
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান স্মরণে রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাছিনা আলম। অনুষ্ঠানে বক্তারা নারীর পূর্ণাঙ্গ অগ্রগতি, বাল্যবিবাহ প্রতিরোধ ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
এ বছর ‘অদম্য নারী’ হিসেবে ক্রাখই মারমা (পিতা: কালা মারমা)-কে মনোনীত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা পর্যায়ের সফল জননী মাসুরা বেগম, সমাজ উন্নয়নে অবদানকারী কোহিনুর বেগম এবং জীবন সংগ্রামে জয়ী নারী ইসনিকা আক্তারকে ক্রেস্ট, সনদ ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহনূর আলম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবাগত ও বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।
বক্তারা তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন।
বরগুনা প্রতিনিধি: বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক ও দুদক সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং সনাক-টিআইবি বরগুনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের পর র্যালি ও জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বক্তারা সততা ও স্বচ্ছতার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার গুরুত্বের ওপর জোর দেন।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিনহাজ আহমেদ মুকুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উলিপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ।
উপজেলা নির্বাহী অফিসার সকলকে একযোগে কাজ করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ‘দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি, পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চারজন অদম্য নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
আলোচনা সভায় বেগম রোকেয়ার আদর্শ, নারীর অধিকার, সমাজে নারীর অবদান এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপজেলা পর্যায়ে দুর্নীতির নানা দিক তুলে ধরে সচেতনতা বৃদ্ধি করা হয়।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে মঙ্গলবার ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধ সমাজ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের সভাপতিত্বে সভায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, থানা ওসি মেহেদী হাসান, সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, প্রেসক্লাব সভাপতি সরোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিরা।
বক্তারা জানান, নৈতিকতার চর্চা বাড়িয়ে পরিবার, সমাজ ও শিক্ষায় সততা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি নির্মূল সম্ভব। আলোচনা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন।
সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা চত্বরে র্যালি প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামসুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রকৌশলী ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ, সততা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন ও গীতার পাঠ হয়। শেষে ২০২০–২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব, রাষ্ট্রপতি ও পিএস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৬০ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে মঙ্গলবার ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপজেলা প্রশাসন ও দুমকি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন।
সকালে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো, মানববন্ধন এবং র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে মিলিত হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে মঙ্গলবার ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালীর পর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মলিহা খানম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যাপক উম্মে কুলসুম, সহ-সভাপতি অ্যাডভোকেট মো: মজিবুর রহমান, মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন, ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা আক্তার এবং উপজেলা এনজিও ফোরামের সভাপতি মো: কাওসার আহ্মেদ।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শনিবার (৯ ডিসেম্বর) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচিটি পালিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, কমিটির সহ-সভাপতি সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হান ও অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে নিজ নিজ অবদান রাখার আহ্বান জানান।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সদরপুর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় এবং কমিটির সাধারণ সম্পাদক মো: আইয়ুব শিকদার।
অনুষ্ঠানে সরকারি অফিসের প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, রোভার স্কাউটস ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার ‘দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। এছাড়া কৃষি অফিসার মো. সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো. আসির উদ্দীন, জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখার সভানেত্রী ও সাবেক ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা এবং আদিবাসি নেতা সুধীর তির্কী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করতে ব্যক্তিগতভাবে থেকে কাজ করার আহ্বান জানান। এছাড়া সামাজিক অঙ্গীকারের মাধ্যমে বিভিন্ন সেক্টরে দুর্নীতি প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়। সাংবাদিকদের দায়িত্বশীল প্রতিবেদনের ওপর জোর দিয়ে বলা হয়, যথাযথ দায়িত্ব পালন করাই দুর্নীতি রোধের অন্যতম উপায়।
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহরাজ শারবীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। সভাপতি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য রোজী আক্তার।
উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ নগরকান্দা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা দুর্নীতির কুফল, প্রতিরোধমূলক ব্যবস্থা ও সেবায় স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন। আয়োজকরা গণসচেতনতা বৃদ্ধি, সততা কমিটি সক্রিয়করণ এবং নিয়মিত মনিটরিং জোরদারের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের শেষাংশে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুদক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুদক জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন খানসামা থানার ওসি আব্দুল বাছেত সরদার।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক–শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।








