আইজিপি অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর শাহবাগ মোড়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
বিজ্ঞাপন
আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই অবরোধে শাহবাগসহ ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। অবরোধের কারণে পুরো শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, শহীদ পিন্টুর হত্যার বিচারের দাবিতে আমরা আজ শাহবাগ অবরোধ করেছি। আমরা চাই দ্রুত আইজিপিকে পদ থেকে অপসারণ করতে এবং সরকার তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান নিশ্চিত করেছেন, বর্তমানে শাহবাগ ব্লকড রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর।
বিজ্ঞাপন
এর আগে রবিবার জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদের আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ দাবি করেন, শহীদ পিন্টুর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড।
তার সহধর্মিণী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা বলেন, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে পিলখানা হত্যাকাণ্ড এবং ৫৭ সেনা কর্মকর্তার হত্যার মামলায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পর আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নাসিমা আক্তার কল্পনা আরও বলেন, আমি বহুবার বলেছি—আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন প্রমাণ করেছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। রিমান্ড ও নির্যাতনের কারণে তার চোখ নষ্ট হয়েছে। থেরাপির জন্য আদালতের আদেশ থাকলেও তা পালন করা হয়নি।
বিজ্ঞাপন
শহীদ পিন্টু স্মৃতি সংসদের এই আন্দোলন এবং অবরোধে শাসনপ্রণালী ও আইজিপি অপসারণের দাবি আরও জোরালোভাবে সামনে এসেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর তৎপরতা অব্যাহত রাখছে।








