Logo

আজ উদ্বোধন হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৭:০৬
5Shares
আজ উদ্বোধন হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়
ছবি: সংগৃহীত

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন–৪–এ (সুপ্রিম কোর্ট জামে মসজিদ সংলগ্ন) এই সচিবালয়ের উদ্বোধন করবেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বুধবার তথ্য জানিয়ে বলেন, নতুন সচিবালয়ের উদ্বোধন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং অনুষ্ঠানে বিচারপতি, আইনজীবীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

উল্লেখযোগ্যভাবে, বিচার বিভাগের প্রশাসনিক স্বাধিকার নিশ্চিতের অংশ হিসেবে গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়। এই অধ্যাদেশ কার্যকর হওয়ার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আনুষ্ঠানিকভাবে পৃথক করা হয়েছে। ফলে বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক কাঠামো পরিচালনায় নতুন যুগ শুরু হলো।

বিজ্ঞাপন

অধ্যাদেশ কার্যকরের পর থেকেই প্রধান বিচারপতি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছেন, যা বিচার বিভাগের দক্ষতা ও স্বাধীনতা আরও সুসংহত করবে বলে আইনজীবী মহলে আশা করা হচ্ছে।

সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধনকে বিচার বিভাগের কাঠামোগত বিকাশে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD