৫ মিনিটে দুইবার কেঁপে উঠলো সিলেট, যা জানালেন আবহাওয়াবিদ

মধ্যরাতেই কেঁপে উঠেছে সিলেট। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। প্রথম কম্পনটি অনুভূত হয় রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে। এরপর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট অঞ্চল।
বিজ্ঞাপন
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ভোর ৪টার দিকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, উভয় ভূমিকম্প সিলেটের বিয়ানীবাজার উপজেলায় উৎপত্তি হয়েছে।
তিনি জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেল এবং কেন্দ্র ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩, যা ৩০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার ডাটাও এ তথ্যের সঙ্গে মিল পেয়েছে।
যদিও হালকা কম্পন অনুভূত হওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা বড় ধরনের বিপদের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ভূমিকম্পের আপডেট পরিস্থিতি নজরে রাখছে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কম মাত্রার ভূমিকম্প ভূ-তাত্ত্বিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। তবে ভূমিকম্পপ্রবণ এলাকায় বাসিন্দাদের প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তারা, যাতে বড় কোনো ভূকম্পনের ক্ষেত্রে ঝুঁকি কমানো যায়।








