প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের লংমার্চ টু যমুনায় পুলিশের বাধা

সারাদেশের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা যমুনা অভিমুখে লংমার্চের চেষ্টা করেন। তবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষকদের বাধা দেয়।
বিজ্ঞাপন
পুলিশ কদম ফোয়ারার কাছে ব্যারিকেড বসিয়ে শিক্ষকদের যমুনা রোডের দিকে যাওয়া রোধ করে। বাধার মুখে আন্দোলনরত শিক্ষকরা সড়কে বসে পড়েন এবং দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষকদের ৬ জন বিশিষ্ট একটি প্রতিনিধি দল যমুনা রোডে পৌঁছেছে এবং সেখানে দাবিগুলো উত্থাপন করেছেন।
শিক্ষকদের মূল দাবি হলো- সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা। বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো গড়ে তোলা। শিক্ষার্থীদের জন্য ৩,০০০ টাকার শিক্ষা উপবৃত্তি, মিডডে মিল, উচ্চমানের শিক্ষাসামগ্রী, খেলাধুলার সরঞ্জাম এবং থেরাপি সেন্টার বাস্তবায়ন করা। ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা। চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত কোটা কার্যকর করা।
বিজ্ঞাপন
শিক্ষকরা বলেন, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনটি দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেছেন।
সড়ক অবরোধের কারণে কদম ফোয়ারার এলাকায় সাধারণ জনগণ ও যানবাহনের চলাচল ব্যাহত হয়েছে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।








