তফসিলের পর আন্দোলনে নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

তফসিল ঘোষণার পর কোনো ধরনের আন্দোলন বা দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে—এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
প্রেস সচিব বলেন, আমরা এখন নির্বাচনের মোডে আছি। তফসিল ঘোষণার পর যদি কেউ আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করতে চায়, সেটি কঠোরভাবে দমন করা হবে। আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।
তিনি অভিযোগ করেন, অপ্রয়োজনীয় বিষয় নিয়েও বহু ক্ষেত্রে আন্দোলনের চেষ্টা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই কঠোর অবস্থানের কথা জানিয়েছে। যারা নিয়ম ভঙ্গ করে রাস্তায় নেমে অস্থিরতা সৃষ্টি করবেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে শফিকুল আলম বলেন, গত ছয় মাসের পরিসংখ্যান অনুযায়ী অবস্থার উন্নতি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেড় লাখ পুলিশ সদস্য এবং সাড়ে তিন লাখ আনসার বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বডি ক্যামেরা ও সিসিটিভি ব্যবহারের বিষয়েও প্রশিক্ষণ চলছে।
তিনি আরও বলেন, গত ১৬ মাসে প্রায় ২ হাজার আন্দোলন হয়েছে, তবে নতুন সরকার সেগুলো শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছে। খুব সীমিত ক্ষেত্রে লাঠিচার্জ ছাড়া বড় ধরনের বলপ্রয়োগ করা হয়নি, যা বাংলাদেশের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন প্রেস সচিব।
নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ—জাতিকে একটি বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়াই সরকারের লক্ষ্য।








