Logo

মেট্রোরেল ভ্রমণে বাড়তি স্বস্তি, সুখবর দিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর, ২০২৫, ১৮:০৩
14Shares
মেট্রোরেল ভ্রমণে বাড়তি স্বস্তি, সুখবর দিল সরকার
মেট্রোরেল | ফাইল ছবি

ঢাকার যাতায়াতব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা মেট্রোরেল ব্যবহারে আরও স্বস্তি যোগ হলো। যাত্রীদের আর্থিক চাপ কমাতে মেট্রোরেলের ওপর আরোপিত ভ্যাট পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, ভ্যাট প্রত্যাহারের কারণে সরকারের প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব কমবে। তবুও রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ মেট্রোরেল ব্যবহার করছেন এবং এটি ইতোমধ্যে নগরবাসীর যাতায়াতকে দ্রুত, নির্ভরযোগ্য ও ভোগান্তিমুক্ত করতে বড় ভূমিকা রাখছে। তাই যাত্রীদের সুবিধা বাড়াতে ভ্যাট প্রত্যাহারকে জরুরি মনে করেছে সরকার।

বিজ্ঞাপন

সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল-পরবর্তী পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, তফসিল ঘোষণার পর যেকোনো দাবি-দাওয়া বা আন্দোলনের নামে সড়কে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা দমন করা হবে কঠোরভাবে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত প্রায় দুই হাজার আন্দোলন হয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় কোথাও রাবার বুলেট ব্যবহার করা হয়নি, সীমিত পর্যায়ে টিয়ারশেল ও গরম পানি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD