উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বিষয়ে স্পষ্ট উল্টো মন্তব্য সচিবের

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে এমন কোনো তথ্য তার কাছে নেই।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সকাল থেকেই এ বিষয়ে নানা আলোচনা চললেও সচিব এ বিষয়ে নিশ্চিত কিছু জানাননি।
সাংবাদিকরা জানতে চাইলে সচিব বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সংক্রান্ত কোনো খবর আমার জানা নেই।
বিজ্ঞাপন
এদিকে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরু হয় বিকেল চারটায় এবং এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সংক্রান্ত বিষয়টি এখনও সরকারি কোনো পক্ষ থেকে নিশ্চিত হয়নি। সচিবের মন্তব্য এই বিষয়ে বিস্তারিত তথ্যের অনুপস্থিতি প্রমাণ করছে।








