মনোনয়নপত্র জমার সময় আর বৃদ্ধি করা হবে না: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট করে বলেন, সময় বাড়ছে না। আজ নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে।
আজ ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিকেল পাঁচটা পর্যন্ত সারাদেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
মনোনয়নপত্রের মোট সংখ্যা কতটি জমা পড়েছে তা এখনো চূড়ান্ত করা হয়নি। এ সংক্রান্ত তথ্য পুরো দেশব্যাপী সংকলন শেষ হওয়ার পর রাত ১০টার দিকে তা প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব।








