Logo

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনে শাহবাগ অবরোধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৮
8Shares
শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনে শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা মোড়ে অবস্থান নেন।

বিজ্ঞাপন

অবরোধ শুরুর পর বিভিন্ন পেশার মানুষ একে একে যোগ দিয়ে শাহবাগ চত্বরকে স্লোগানে মুখর করে তোলে। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও ঘোষণা দিয়েছেন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে রয়েছে— ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

বিজ্ঞাপন

এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রবিবার রাত ১০টায় সাময়িক বিরতি দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি চার দফা দাবি উত্থাপন করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

চার দফা দাবি হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ সম্পূর্ণ খুনি-চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

বিজ্ঞাপন

আবদুল্লাহ আল জাবের বলেন, এই চারটি দাবি সমানভাবে গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।

এর পাশাপাশি, রবিবার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর ইনকিলাব মঞ্চ জানায়, ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ চলবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD