মাদক ও চোরাচালানে সহযোগিতা করলে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের সঙ্গে যারা কোনোভাবে সহযোগিতা করবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সব সময় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী আচরণ ও পেশাদার দক্ষতার পরিচয় দিতে হবে, যাতে সীমান্ত দিয়ে কোনো অপরাধী কিংবা অবৈধ কর্মকাণ্ড পরিচালনাকারী সহজে অনুপ্রবেশ করতে না পারে। এ ক্ষেত্রে বিজিবিকে আরও সতর্ক ও কঠোর নজরদারি বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বিজিবির কার্যক্রমের প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাহিনীটির আধুনিকায়ন ও উন্নয়নে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না। বিশেষ করে স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করতে হবে।
শৃঙ্খলা ও দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডিসিপ্লিন, ট্রেনিং এবং ওয়েলফেয়ার—এই তিনটি বিষয় একসঙ্গে সমানভাবে চলতে হবে। প্রশিক্ষণ ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। একই সঙ্গে অধীনস্থ সদস্যদের কল্যাণের দিকেও বিশেষ নজর রাখতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষায় শতভাগ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত ব্যবহার করে চোরাচালানে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে—এমন নির্দেশনাও দেন তিনি।








