Logo

সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ২১:১৮
13Shares
সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ছবি

রাজধানীর সদরঘাট থেকে রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের সব যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য লঞ্চ চলাচল স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার কারণে নৌপরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এই সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিউটিএর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘনকুয়াশার কারণে যাত্রীবাহী লঞ্চগুলো নিরাপদভাবে চলাচল করতে পারছে না। যেসব লঞ্চ ইতিমধ্যেই পথে রয়েছে, তাদেরকে “অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬” মোতাবেক নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সদরঘাটে লঞ্চ চলাচল বন্ধের কারণে অনেক যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন জানান, সন্ধ্যার পর বুড়িগঙ্গা নদীতে দৃশ্যমানতা কমে গেছে। বড় নদীগুলোর অবস্থাও আরও ঝুঁকিপূর্ণ। তাই বিকেল সাড়ে ৫টার পর থেকে সব লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশা না কাটা পর্যন্ত লঞ্চ চলাচল শুরু হবে না।

বিজ্ঞাপন

সদরঘাটে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা জানান, সাধারণত বরিশাল ও দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো সন্ধ্যার পর ছেড়ে যায়। কিন্তু রোববার সন্ধ্যার এই হঠাৎ ঘনকুয়াশা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। আবহাওয়া অধিদপ্তর থেকেও পূর্বনির্ধারিত কোনো সতর্কতা মেলেনি।

গত বৃহস্পতিবার রাতে চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে চারজনের মৃত্যু ঘটেছিল। সেই ঘটনার প্রেক্ষাপটকে সামনে রেখে, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা ঘনকুয়াশার মধ্যে লঞ্চ চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন এবং কোনো ঝুঁকি নিতে রাজি হননি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD