Logo

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল, গেজেট প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৪
24Shares
৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল, গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট ২৪ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করে সনদ বাতিলের প্রক্রিয়া শুরু করেছিল।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ৬(গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর সিডিউল-১ অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই সনদ বাতিল করা হয়েছে।

বাতিলকৃত সনদের মধ্যে রয়েছেন বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী ও শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা। যাচাই-বাছাইয়ে প্রমাণিত হয়েছে যে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন।

বিজ্ঞাপন

জামুকা জানিয়েছে, মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্তির ক্ষেত্রে ভুয়া পরিচয় ব্যবহার করা প্রমাণিত হলে তা বাতিল করা হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভবিষ্যতেও কেউ ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সনদ বাতিল হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD