Logo

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করলেন শ্রম উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৮
7Shares
প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করলেন শ্রম উপদেষ্টা
ছবি: সংগৃহীত

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) পরিদর্শনের সময় উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, পক্ষে-বিপক্ষে মতভেদ থাকা স্বাভাবিক, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে সহিংসতা ও হামলা কখনো গ্রহণযোগ্য নয়। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

বিজ্ঞাপন

ড. সাখাওয়াত হোসেন আরও বলেন, গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত। মিডিয়ার ওপর সরকার কোনো হস্তক্ষেপ করে না। গণমাধ্যম হচ্ছে সরকারের চোখ, এবং সরকার ও মিডিয়াকে একত্রে কাজ করতে হবে দেশের উন্নয়নে।

তিনি আশ্বাস দেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

উপদেষ্টা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বলেন, মিডিয়া সত্য প্রকাশ করবে, এটাই জনগণের প্রত্যাশা। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। আগামী সরকার অতীত থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় তিনি প্রশংসা করেন, মাত্র এক দিনের মধ্যে পত্রিকা প্রকাশে সক্ষম হওয়া একটি বিরাট সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয়।

তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মকর্তাদের দৃঢ়তার প্রশংসা জানিয়ে গণমাধ্যম কর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন, গণমাধ্যম ঘুরে দাঁড়াবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD