Logo

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:২৬
5Shares
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে
ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা শুধু আইনি নয়, বরং জাতীয় দায়িত্ব।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সেখানে উপস্থিত আন্দোলনকারীদের উদ্দেশে তিনি জানান, সরকার শুরু থেকেই শহীদ হাদির পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এবং বিচার প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

রিজওয়ানা হাসান বলেন, এই দেশের মাটিতে, অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই যারা হাদিকে হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করেই আমরা ছাড়ব। শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।

বিজ্ঞাপন

ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরে তিনি বলেন, আমি হাদিকে আমার ভাইয়ের মতো মনে করতাম। দেশের জন্য তার শহীদ হওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি উল্লেখ করেন, যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অপরিহার্য দায়িত্ব। এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো আন্দোলনকারীদের মতো শাহবাগে অবস্থান করছে না, কিন্তু তদন্ত ও বিচার নিশ্চিতে নীরবে এবং নিরলসভাবে কাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সরকার শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আমরা এমন কোনো তথ্য প্রকাশ করছি না, যা অপরাধীদের অবস্থানকে শক্তিশালী করে তুলতে পারে।

তবে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে সুনির্দিষ্ট ও শক্তিশালী চার্জশিট দাখিল করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ২০২৫-এর পর এই হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করা হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই দ্রুত বিচার সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

অতীতের একটি উদাহরণ টেনে রিজওয়ানা হাসান বলেন, আসিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই সরকার এবারও নির্ভুল ও ত্রুটিমুক্ত চার্জশিট দিতে চায়, যাতে কোনো ফাঁকফোকর না থাকে এবং অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অভিযুক্তরা যদি দেশত্যাগ করে থাকে, তবুও তাদের বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চালানো হবে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে এবং সেখান থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

সবশেষে উপদেষ্টা বলেন, তদন্তের প্রয়োজনে কিছু তথ্য গোপন রাখা হলেও খুব শিগগিরই আরও বিস্তারিত তথ্য জানানো হবে। তিনি জানান, হত্যাকাণ্ড সংক্রান্ত অগ্রগতি তুলে ধরতে আগামীকাল সকাল সাড়ে ৬টায় ডিবি পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD