আবারও শাহবাগ অবরোধ

শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আবারও শাহবাগ অবরোধ করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই শাহবাগ এলাকায় মানুষের ঢল নামে। ধীরে ধীরে বিক্ষোভকারীদের সংখ্যা বৃদ্ধি পায় এবং পরিস্থিতি তীব্র হয়ে ওঠে।
বিজ্ঞাপন
প্রথমে সকাল ১১টায় কর্মসূচি ঘোষণা করা হলেও, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনায় তা পরিবর্তন করে দুপুর ২টায় বিক্ষোভ ও অবস্থান অভিযান অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
শহীদ হাদীর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গত ১২ ডিসেম্বর। পল্টন থানার বক্স কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে প্রচার কার্যক্রম শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে ফয়সাল করিম মাসুদ ও তার অজ্ঞাত সহযোগী চলন্ত অবস্থায় তার উপর গুলি চালান।
বিজ্ঞাপন
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: অনলাইনে আয়কর রিটার্ন জমার সময় ফের বাড়ল
ঘটনার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। মামলায় হত্যাচেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা পুনরায় দাবি করেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনা হোক। তারা বলেন, শাস্তি নিশ্চিত করা না হলে দেশের সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের নিরাপত্তা ও ন্যায্যতার স্বার্থে আন্দোলন অব্যাহত থাকবে।








