Logo

আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩২
9Shares
আগামী ১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যা মামলার তদন্ত আগামী ১০ দিনের মধ্যে সম্পন্ন এবং চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা জানান, হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করছে।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে, তবে অপরাধীদের শনাক্ত ও প্রমাণসংবলিত প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সবকিছু প্রকাশ করা সম্ভব নয়। তবে বর্তমানে জনসমক্ষে প্রকাশযোগ্য তথ্য এখানে উপস্থাপন করছি।

বিজ্ঞাপন

এ পর্যন্ত মামলার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে হত্যার মূলহোতা ফয়সাল করিম মাসুদের পরিবারের সদস্য, আত্মীয়, গার্লফ্রেন্ড এবং কয়েকজন সহযোগী। এদের মধ্যে ছয়জন ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে, চারজন সাক্ষীও ১৬৪ ধারায় সাক্ষ্য দিয়েছেন।

তদন্তে জব্দ করা আলামতগুলোর মধ্যে রয়েছে– হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ছোরা; হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট; ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত বুলেট, খোসা, সিসিটিভি ফুটেজ এবং প্রায় ৫৩টি অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রেপ্তারদের তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত বিশ্লেষণ করে মামলাটি শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ জানুয়ারি চার্জশিট দাখিল সম্ভব হবে বলে আশা করছি। আমরা অতি দ্রুত হত্যার মূল রহস্য উদঘাটন করে দোষীদের নাম, ঠিকানা ও প্রমাণসহ প্রকাশ করব। মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে।

তিনি আরও সতর্ক করেছেন, হত্যাকাণ্ডের তদন্তে ব্যাঘাত ঘটাতে ফ্যাসিস্ট ও দুষ্কৃতকারীরা বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকার এবং এমন কোনো কাজ না করার পরামর্শ দিয়েছেন যা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেছেন, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানের আওতায় ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯,৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ২২,৩৪১ জনে।

এ ছাড়াও তিনি অন্যান্য ঘটনার উল্লেখ করে বলেন, লাক্ষ্মীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে বিভিন্ন হিংসাত্মক ও অগ্নিসংযোগমূলক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বস্ত করেছেন, চলমান তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার দ্রুত কার্যকর করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD