হাদি হত্যা: বিচার না হওয়া পর্যন্ত রেমিট্যান্স বন্ধের ঘোষণা

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার ১৬ দিন পেরিয়ে গেলেও মূল হত্যাকারীর গ্রেফতার হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বন্ধ করার আন্দোলন শুরু করেছেন।
বিজ্ঞাপন
বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচি নিয়ে সচেতনতা সৃষ্টি করছেন। তারা দাবি করছেন, হত্যাকারীকে গ্রেফতার এবং সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে অর্থ প্রেরণ বন্ধ থাকবে।
জুলাই বিপ্লবের পর বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদি, চলতি বছরের ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন। চিকিৎসার সুযোগ না পেয়ে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে তিনি শাহাদাৎ বরণ করেন। হত্যার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও, দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনও হত্যাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম দাউদকে গ্রেফতার করতে পারেনি।
বিজ্ঞাপন
রাফায়েত নামের একজন প্রবাসী তার ফেসবুক পোস্টে বলেন, আমি আমার উপার্জিত টাকা বাংলাদেশে পাঠাবো না। এটি শুধুমাত্র ওসমান হাদির জন্য নয়, এটি আমাদের সবার নিরাপত্তা ও সুবিচারের দাবির বিষয়। আমরা চাই ভয়হীন জীবন যাপন করতে। এই সময়টাকে মাস বা বছরে রূপান্তরিত হতে দিতে পারি না।
তার পোস্টে শতাধিক প্রবাসী একাত্মতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
এছাড়া, দেশের ফ্রিল্যান্সার সম্প্রদায়ও রেমিট্যান্স পাঠানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ডিজাইন মনকসের প্রতিষ্ঠাতা আতিকুর রহমানও তার ফেসবুক আইডিতে একই ঘোষণা দিয়েছেন এবং সরকারের কাছে সময়সীমা দিয়ে দিয়েছেন।
প্রবাসী এবং ফ্রিল্যান্সাররা মনে করছেন, হত্যাকারীর সুষ্ঠু বিচার এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা ছাড়া, দেশের প্রতি আর্থিক সহায়তা অব্যাহত রাখা সম্ভব নয়। এই কর্মসূচি সামাজিক ও রাজনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি প্রবাসীদের গুরুত্বারোপ করছে।








