অবৈধ অস্ত্র উদ্ধার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিল ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ডিও লেটার থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে নির্বাচন কমিশন নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য নানা নির্দেশনা দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচন পরিচালনার জন্য ৬৯ জন রিটার্নিং অফিসার এবং ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, পোস্টাল ব্যালট পরিবহন ও সংরক্ষণ স্থানের নিরাপত্তা বিধান এবং বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।
বিজ্ঞাপন
এছাড়া, নির্বাচনি দ্রব্যাদি পরিবহন, সংরক্ষণ ও বিতরণে নিরাপত্তা বিধান, রিটার্নিং অফিসারের কার্যালয় ও মাঠ পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট সব দফতরের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে ও নির্বাচনের কয়েক দিন আগে সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা প্রণয়নের কথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর, বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল ৫ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।








