Logo

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৩
8Shares
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজ (সোমবার) শেষ দিন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ এবং জমা দেওয়ার সুযোগ থাকবে। নির্ধারিত সময় অতিক্রম করলে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবে না।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষণার পর থেকে রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন

ইসি ১৮ ডিসেম্বর সংশোধিত তফসিল প্রকাশ করে। সংশোধিত তফসিলে মনোনয়নপত্র বাছাই ও আপিল প্রক্রিয়া সংক্রান্ত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বাছাইয়ের কাজ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত হয়েছে ২১ জানুয়ারি।

বিজ্ঞাপন

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন নির্বাচনের সব কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠু করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করেছে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD