Logo

খুলে দেওয়া হলো সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ, লাখো মানুষের ঢল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:০০
11Shares
খুলে দেওয়া হলো সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ, লাখো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল থেকেই লাখো মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ছুটে আসা সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় সামলাতে এবং জানাজা প্রক্রিয়া সহজ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জিয়া উদ্যান সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার গেট উন্মুক্ত করা হয়। এর সঙ্গে সঙ্গে লোকসমাগম শুরু হয় এবং দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ জানাজার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন জানাজার জন্য আগমণ করেছেন। নরসিংদী থেকে আসা আমির হোসেন জানান, বাড়িতে থাকতে পারিনি। নিজের খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, এরকম দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর কমবে না। শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছি।

জানাজার সময় দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে মর্যাদাপূর্ণভাবে আয়োজিত হবে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীজুড়ে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD