Logo

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫
6Shares
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। শোকাহত পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো এবং রাষ্ট্রীয় মর্যাদার এই অনুষ্ঠানে অংশ নিতেই তার এই সফর।

বিজ্ঞাপন

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্পিকার সরদার আইয়াজ সাদিকের এই সফর মূলত শোকজ্ঞাপন ও জানাজায় অংশগ্রহণকে কেন্দ্র করেই নির্ধারিত হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ বেগম খালেদা জিয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। তার মৃত্যুতে প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। পাকিস্তানের উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলের উপস্থিতিকে সেই আন্তর্জাতিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

জানাজা ও দাফনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকা এবং আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংস্থা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD