সংসদ প্রাঙ্গণে জায়গা না পেয়ে আশপাশের সড়কে হাজারো মানুষ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। নির্ধারিত স্থানে জায়গা না পেয়ে হাজার হাজার মানুষ আশপাশের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে থেকেই জানাজায় শরিক হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বিজ্ঞাপন
বিজয় সরণি ও পুরাতন বাণিজ্য মেলা এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জানাজার অপেক্ষা করছেন। অনেকেই দীর্ঘ সময় ধরে একই স্থানে দাঁড়িয়ে প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দৃঢ় প্রত্যয়ে অবস্থান করছেন।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার কথা রয়েছে। এ উপলক্ষে জিয়া উদ্যানের ভেতর ও বাইরের এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
পুরো সংসদ এলাকা ও আশপাশের সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
পূর্বঘোষণা অনুযায়ী, দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং জাতীয় মসজিদের খতিবের ইমামতিতে জানাজা পড়ানো হবে।
এদিকে দুপুর দেড়টার পরও বিজয় সরণি, মহাখালী, আগারগাঁও, শ্যামলী ও ফার্মগেটমুখী বিভিন্ন সড়ক দিয়ে মানুষের ঢল সংসদ ভবনের দিকে এগোতে দেখা গেছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, মিরপুর সড়কে আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র অতিক্রম করার পর সামনে আর এগোনোর সুযোগ নেই। ফলে ওই সড়কে হাজার হাজার মানুষ আটকে থেকে অপেক্ষা করছেন।
এ অবস্থায় জানাজার মাইক জিয়া উদ্যানের পর মিরপুর সড়কে না পৌঁছানোয় অনেকের মধ্যে জানাজা শেষ হয়ে গেছে কি না—এ নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়। তবুও শোকাহত মানুষের স্রোত থামেনি; সবাই শেষ বিদায়ে কোনো না কোনোভাবে শরিক হওয়ার আশায় অপেক্ষা করে আছেন।








