Logo

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল, চলছে প্রস্তুতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:০৯
5Shares
সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল, চলছে প্রস্তুতি
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীর পথে ছুটছেন।

বিজ্ঞাপন

সকাল সোয়া ৯টার পর সরেজমিনে দেখা গেছে, জানাজার প্রায় পাঁচ ঘণ্টা আগে থেকেই হাজার হাজার মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থান করছেন। অন্যদিকে চারদিকে আরও মানুষ যোগদান করছেন জানাজায় অংশ নেওয়ার জন্য।

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, বাড়িতে থাকতে পারিনি। নিজের খরচে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছি।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ থেকে আগত ফারুক আহমেদ ও শ্যামল কুমার জানান, এরকম দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশে আর কখনও আসবে কি না জানি না। শেষ শ্রদ্ধা জানাতে এসেছি।

আজ (৩১ ডিসেম্বর) বেলা ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজন সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠু ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম নিশ্চিত করেছেন, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পোস্টে জানানো হয়েছে, মরদেহবাহী কফিন মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ ও বাইরের অংশেও জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজার পর বিকেল সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এই সময় উপস্থিত থাকবেন খালেদা জিয়ার পরিবারের সদস্য, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অতিথি, বিদেশি প্রতিনিধি ও বিএনপির মনোনীত রাজনীতিকরা।

বিজ্ঞাপন

জানাজার সুবিধার্থে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মরদেহ বহনের জন্য একটি নির্ধারিত রুট ঘোষণা করেছে। এ ছাড়াও আজ অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল কর্তৃপক্ষ, যাতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষজন জানাজায় অংশ নিতে পারেন।

বিএনপি মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার জন্যও অনুরোধ জানিয়েছেন। এই শোকের দিনে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD