Logo

বিদায়ের বছরে শোকের দীর্ঘ তালিকা, ২০২৫ সালে যাঁদের হারাল দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৪
20Shares
বিদায়ের বছরে শোকের দীর্ঘ তালিকা, ২০২৫ সালে যাঁদের হারাল দেশ
ছবি: সংগৃহীত

বিদায়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৫ সাল। সামনে নতুন বছর ২০২৬। তবে শেষ হতে যাওয়া এই বছরটি বাংলাদেশের জন্য ছিল গভীর শোকের। রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও সমাজজীবনের নানা অঙ্গনের বহু পরিচিত মুখকে হারিয়ে বছরজুড়েই বিষাদের আবহ বিরাজ করেছে। নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে যাওয়া এসব গুণীজনের প্রস্থান জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।

বিজ্ঞাপন

বছরের একেবারে শেষ প্রান্তে এসে শোকের মাত্রা আরও বেড়ে যায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদে। বছর শেষ হওয়ার একদিন আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

আগামী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আনুমানিক বেলা সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে আগামীকাল থেকে টানা তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। একই সঙ্গে জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

চলতি মাসেই আরেকটি মর্মান্তিক ঘটনায় দেশ হারায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোডে ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় তাঁকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তিনি ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

বিজ্ঞাপন

২০২৫ সালে চিরবিদায় নেওয়া বিশিষ্টজনদের তালিকায় আরও আছেন শিক্ষাবিদ, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও শিল্পী অঙ্গনের বহু বরেণ্য ব্যক্তিত্ব। বছরের শুরুতেই, ৪ জানুয়ারি না-ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। ‘দস্যু বনহুর’ খ্যাত এই অভিনেত্রী প্রায় তিন সপ্তাহ অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

এর পরদিন, ৫ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। ৮১ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৩ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত জটিলতায় কয়েক দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

সংস্কৃতি অঙ্গনের আরেকটি বড় ক্ষতি হয় ২৫ মার্চ। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, রবীন্দ্রগবেষক ও সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

সেপ্টেম্বর মাসেও আসে শোকের খবর। ৭ সেপ্টেম্বর লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। একই মাসের ১৩ সেপ্টেম্বর দেশের সংগীতাঙ্গন হারায় লালন সংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে এই নন্দিত শিল্পী মৃত্যুবরণ করেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া ফরিদা পারভীন প্রায় পাঁচ দশকের বেশি সময় সংগীতচর্চার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

বছরের শেষ প্রান্তে, ১০ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম। চিকিৎসকদের মতে, তিনি হৃদ্‌রোগজনিত জটিলতায় আক্রান্ত হয়েছিলেন।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ২০২৫ সাল বাংলাদেশের জন্য ছিল হারানোর বছর। যাঁরা চলে গেছেন, তাঁদের কর্ম, চিন্তা ও সৃষ্টিকর্ম দেশ ও জাতির স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD