Logo

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী তারিখ পরিবর্তিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২৪:১১
23Shares
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী তারিখ পরিবর্তিত
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের নির্ধারিত সূচি অনুযায়ী ১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠান। তবে রাষ্ট্রীয় শোকের কারণে এটি ৩ জানুয়ারি (শনিবার) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পূর্বে পাঠানো আমন্ত্রণপত্রের বৈধতা ও প্রযোজ্যতা বহাল থাকবে। এ সিদ্ধান্তের মাধ্যমে বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণে কোনো বিভ্রান্তি তৈরি হবে না।

এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD