খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানালেন প্রধান বিচারপতি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে থেকে তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও রাষ্ট্রীয় অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির পক্ষ থেকেও মরহুমার প্রয়াণে শোক প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের বিচার বিভাগ গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে মরহুমার পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। পাশাপাশি মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, যেন তিনি শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
প্রধান বিচারপতি তাঁর শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরম করুণাময়ের দরবারে প্রার্থনা জানান, যেন দেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করা হয়।
বিজ্ঞাপন
এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের প্রস্তুতি চলার মধ্যেই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকবার্তা আসতে থাকে। বিচার বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক প্রকাশের পর আইনাঙ্গনেও নেমে এসেছে শোকের আবহ।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিচার বিভাগসহ রাষ্ট্রের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।








