কঠোর নিরাপত্তার চাদরে সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার পর এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বিজিবির তৎপরতা লক্ষ্য করা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমে ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য দায়িত্বে থাকবেন। প্রয়োজন হলে কিছু এলাকায় সেনাবাহিনীও সহায়ক ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
শফিকুল আলম বলেন, পুলিশের বিভিন্ন ইউনিট এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা পূর্ব অভিজ্ঞতার আলোকে পুরো বিষয়টি নতুন করে পর্যালোচনা করেছে। সম্প্রতি বৃহৎ পরিসরের একটি জানাজা আয়োজনের অভিজ্ঞতা থাকায় বাহিনীগুলো পূর্বপ্রস্তুত ছিল। এবার সেই প্রস্তুতিকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণ অংশ নিতে পারবেন এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।








